শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

ফ্যাসিবাদের দোসরদেরও বিচার করতে হবে: জমিয়ত

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার তীব্র নিন্দা জানিয়ে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

তিনি বলেন, এই মূহুর্তে দেশে এ রকম হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই নিরপেক্ষ আচরণ করতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশে এই মূহুর্তে কোন প্রকার অরাজক পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে নতুন নতুন ইস্যু সৃষ্টির জন্য নয়।একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আসার নেপথ্যে কারা পরিকল্পনা করছেন তাও দেশবাসীর নিকট স্পষ্ট করার দাবি জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img