বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইয়েমেনে সংঘর্ষে নিহত আরও ১০০

ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনের মারিব শহরে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় ১০০ জন নিহত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সামরিক ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

শিয়া বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সরকারী বাহিনী। হামলায় গত দুই দিনে ৬৮ জন শিয়া বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছে।

তেলসমৃদ্ধ মারিব শহরে এ মাসে (সেপ্টেম্বর) শত শত বিদ্রাহী নিহত হয়েছে। শহরটিতে শিয়া বিদ্রোহীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সহিংসতা ঘটে।

গত ফেব্রুয়ারিতে মারিব শহর দখলে তৎপর হয়ে ওঠে শিয়া বিদ্রোহীরা। তেল সম্পদ ও নিজেদের শক্তি বাড়াতে তারা এ তৎপরতা চালাচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ