ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনের মারিব শহরে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় ১০০ জন নিহত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সামরিক ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
শিয়া বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সরকারী বাহিনী। হামলায় গত দুই দিনে ৬৮ জন শিয়া বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছে।
তেলসমৃদ্ধ মারিব শহরে এ মাসে (সেপ্টেম্বর) শত শত বিদ্রাহী নিহত হয়েছে। শহরটিতে শিয়া বিদ্রোহীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সহিংসতা ঘটে।
গত ফেব্রুয়ারিতে মারিব শহর দখলে তৎপর হয়ে ওঠে শিয়া বিদ্রোহীরা। তেল সম্পদ ও নিজেদের শক্তি বাড়াতে তারা এ তৎপরতা চালাচ্ছে।











