তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র ইবরাহীম কালিন বলেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি আঞ্চলিক কল্যাণ বয়ে আনবে।
সম্প্রতি হ্যাবার গ্লোবালকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারাবাখ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের সমাধান প্রয়োজন। দু’দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে। কিন্তু এখনো কোনো শান্তিচুক্তি সম্পাদিত হয়নি। দ্রুত একটি শান্তিচুক্তি হওয়া দরকার। কিছু কৌশলগত বিষয় যেমন মাইন কোন অঞ্চলে পাতা আছে তা যদি প্রকাশ করা হয় তাহলে এ শান্তিচুক্তির প্রক্রিয়াটি আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, আর্মেনিয়া একটি গরীব দেশ। একটি শান্তিচুক্তি হলে আর্মেনিয়ার অর্থনীতি লাভবান হবে। মূলত একটি শান্তিচুক্তি এ (ককেশাস) আঞ্চলে কল্যাণ বয়ে আনবে। এটাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, কারাবাখ সঙ্ঘাতের অবসান হওয়া দরকার। মূলত একটি যুদ্ধ মাত্রই শেষ হলো।