মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ’ প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারে দাবি হান্নান মাসউদের

‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ’ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নয়। আওয়ামীলীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নিবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না। অবিলম্বে আওয়ামীলীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন।’

সম্প্রতি, আমেরিকায় এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছিলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img