বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

মিয়ানমারে ২৫ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

মিয়ানমারে জান্তা বিরোধীদের সঙ্গে দেশটির সামরিক শাসনবিরোধীদের লড়ায়ে মেজরসহ আরও ২৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সাগাইং অঞ্চলে এক সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।

এর আগে গত বুধবার কাওলিনের কিয়ুনবিন্থা গ্রামে সংঘর্ষে প্রথমে ৪০ সেনা নিহত হওয়ার কথা জানায় কেআর। পরে আরও ২০ সেনার মৃত্যুর খবর দেয়। বৃহস্পতিবার কাওলিনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আরও ২৫ জান্তা সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে গ্রুপটি। এতে তিন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

গ্রুপটি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর মেজর ইয়ে হতুত ও’র আংশিক পুঁতে রাখা মরদেহও খুঁজে পাওয়া গেছে। জান্তা বাহিনী পালানোর সময় তাকে ওভাবে ফেলে রেখে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে ছয়টি গাড়িতে করে জান্তা সেনারা কাওলিনে ঢুকেছিল বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ