দখলকৃত কাশ্মীরে একটি মাইন বিস্ফোরণে আবারও দুইজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন তিনজন।
শনিবার (৩০ অক্টোবর) নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়ে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আহতদের সেনাবাহিনীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভারতের একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, তিনজন আহত হলেও দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনে যা জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ। এখানে গত তিন সপ্তাহ ধরে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধাদের ধরতে হামলা চালাচ্ছে ভারতীয় বাহিনী। ওই অভিযানে স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে কোনো সাফল্য ছাড়াই ইতোমধ্যে দুই অফিসার সহ নয়জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।