বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

জার্মান চ্যান্সেলরকে এরদোগানের প্রশ্ন; গাজ্জার গণহত্যা কি জার্মানি দেখে না?

জার্মানির বিরুদ্ধে গাজ্জায় ইসরাইলের চালানো ‌গণহত্যা, দুর্ভিক্ষ ও হামলাকে না দেখার ভান করে চলার অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এরদোগান বলেন, ইসরাইলের হাতে পারমাণবিক ও অন্যান্য অস্ত্র রয়েছে, যা তারা গাজ্জায় ব্যবহার করছে এবং হুমকি দিচ্ছে। অথচ হামাসের কাছে এসব অস্ত্র নেই।

তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্যেও গত কয়েক দিনে ইসরাইল আবারও গাজ্জায় হামলা চালিয়েছে।

এরদোগান বলেন, “জার্মানি কি এসব দেখছে না?”

তিনি বলেন, গাজ্জার দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞ বন্ধ করা তুরস্ক, জার্মানি ও অন্যান্য দেশের মানবিক দায়িত্ব।

তিনি আরো বলেন, তুরস্ক ও জার্মানি গাজ্জায় যুদ্ধ বন্ধে একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুরস্ক ও জার্মানি দুটি প্রভাবশালী দেশ, যাদের আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব রয়েছে। আমরা যৌথভাবে গাজ্জায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারি।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, “হামাসের হাতে কোনো বোমা বা পারমাণবিক অস্ত্র নেই। কিন্তু ইসরাইলের আছে এবং তারা গতকাল তা গাজ্জায় ব্যবহার করেছে। জার্মানি, কি এটা দেখছে না?”

জার্মান রেড ক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংগঠনকে গাজ্জায় গণহত্যা ও দুর্ভিক্ষ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান এরদোগান। তিনি বলেন, জার্মান রেড ক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টকে গাজ্জায় গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধে এখনই কাজ করতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img