বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

আল ফাশির দখলে নিয়ে কার্যত দারফুরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো আরএসএফ

আল ফাশির দখলে নিয়ে সুদানের রাজধানী দারফুরে কার্যত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো ইসরাইল ও আরব আমিরাত সমর্থিত বাহিনী আরএসএফ।

বুধবার (২৯ অক্টোবর) শহরটি পুরোপুরি দখলে নেয় কমান্ডার হামদান-দাগলোর নেতৃত্বাধীন এই বাহিনী।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সুদানের গুরুত্বপূর্ণ শহর আল ফাশির দখলে নিতে ইসরাইল ও আরব আমিরাত সমর্থিত বাহিনী আরএসএফ গত রবিবার থেকে দেশটির সরকারি বাহিনী ও স্থানীয়দের সাথে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে।

ইসরাইল-আমিরাত সমর্থিত দাগলোর বাহিনী বুধবার শহরটি নিজেদের নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক।

শহরটিতে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর ফ্রান্স, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আরএসএফকে মানবিক অপরাধ ও বেসামরিক হত্যা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছিলো। এও আহবান জানিয়েছিলো যে, মানবিক করিডর স্থাপন করে বেসামরিক লোকজনকে যেনো শহর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হয়।

স্থানীয় সূত্রমতে, আরএসএফের দখল ঠেকাতে সরকারি বাহিনীর পাশাপাশি আল ফাশিরের নারী-পুরুষরাও অস্ত্র হাতে প্রতিরোধ যুদ্ধে নেমে এসেছিলো। কিন্তু বুধবার ইসরাইল-আমিরাত সমর্থিত বাহিনীটির কাছে শেষমেশ শহরটির পতন হয়।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ এর নিন্দা জানায়। ৪দিনে প্রায় ১৫০০ মানুষ হত্যার ভয়াবহতার বিষয়টি সামনে এনে উদ্বেগ প্রকাশ করে।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img