বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথমসারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।

বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা খোঁজ পেয়ে থানায় এসে শনাক্ত করে ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভালুকা উপজেলা জামায়াত আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, আমাদের নেতারা ছিলেন নির্দোষ। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে। এজন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, জামায়াত ও শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেফতার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img