বিএনপিকে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ তিন ঘণ্টার মধ্যে শেষ করতে বলেছে পুলিশ।
গণসমাবেশের জন্য বুধবার (৩০ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেঁধে দেওয়া আটটি শর্তের মধ্যে এটি একটি। শর্তগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এটি।
তাতে বলা হয়েছে- মঞ্চ তৈরির সঙ্গে যারা জড়িত (আইডি কার্ডসহ) তারা ব্যতীত অন্য কেউ আগামী (৩ ডিসেম্বর) সমাবেশের আগে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না। সমাবেশের যাবতীয় কার্যক্রম ওই দিন দুপুর দুপুর ২টা থেকে বিকেলে ৫টার মধ্যে শেষ করতে হবে। সমাবেশে আসা নেতাকর্মীরা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন- দায়িত্বশীল নেতৃবৃন্দ বা আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে।
আগামী শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।