রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ড্রোন হামলা চালিয়ে দুই ভাইকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়ে দুই ভাইকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শনিবার (২৯ অক্টোবর) দক্ষিণ গাজ্জার খান ইউনিসের বনী সুহাইলা এলাকায় এই হামলা চালানো হয়।

দুই ভাইয়ের চাচা এএফপিকে জানিয়েছেন, বালকদের বয়স আট এবং দশ বছর। তারা জ্বালানি কাঠের খোঁজে বেরিয়েছিল।

আল জাজিরার খবরে বলা হয়, বনী সুহাইলা এলাকায় ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি সহোদর শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে আল ফারাবি স্কুলের নিকটবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়। এতে জুমা ও ফাদি তামের আবু আসি নামের দুই শিশু নিহত হয়।

তারা আরো জানায়, ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় আন নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদেরকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ