সৌদি আরব সিরিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দেশটির নতুন নেতা আবু মুহাম্মাদ আল-জুলানী।
রোববার (২৯ ডিসেম্বর) আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
জুলানী বলেন, “ভবিষ্যতে সিরিয়ার প্রতি সৌদি আরবের প্রধান ভূমিকা রয়েছে এবং আমি তাদের প্রতি গর্বিত।”
প্রসঙ্গত, সৌদি আরবের রাজধানী রিয়াদে শৈশব কাটিয়েছেন সিরিয়ার এই নেতা। আর তাই সাক্ষাৎকারে শৈশবের কথা উল্লেখ করে শহরটি আবারও দেখার আশা প্রকাশ করেন তিনি।
বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মার্কিন নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হবে বলেও আশা রাখেন তিনি।
জুলানী বলেন, “সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিগত অত্যাচারী শাসকের অপরাধের ভিত্তিতে দেওয়া হয়েছিল। বর্তমান এইচটিএস ও তার সহযোগী গোষ্ঠীগুলো স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। তাই নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হওয়া উচিত।”
সূত্র: আল আরাবিয়া