বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।যে বা যারা এসব ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম লালখান বাজার মাদরাসা ময়দানে আন্তর্জাতিক বিজ্ঞানী লালখান বাজার মাদরাসার ভুমিদাতা মরহুম ড. জামাল নজরুল ইসলাম এর স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে জামিয়া লালখান বাজার মাদরাসার অবদান অনস্বীকার্য।
লালখান বাজার মাদরাসার ভূমিদাতা ড. জামাল নজরুল ইসলাম অত্যন্ত নম্র ভদ্র ও ইসলাম ও আলেম ওলামা বান্ধব মানুষ ছিলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা: শাহাদাত হোসেন।

জামিয়া লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইয়াহিয়া আখতার,লন্ডন এক্সেস জামে মসজিদের খতীব মাওলানা ড. মাহমুদুল হাসান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতবাস ঢাকার কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদী,চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ড. এটিএম তাহের,চট্টগ্রাম বিভাগেরনঅতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নূরী,নেজাম ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী,মুফতী জসিম উদ্দিন রাহমানি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর শমীমুদ্দীন খান,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী ও কবি মাহমুদুল হাসান নিজামী প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img