বুধবার, মার্চ ১২, ২০২৫

গাজ্জায় চলছে গণহত্যা; খ্রিস্টীয় নববর্ষের বিশাল প্রদর্শনী করবে বেপরোয়া আরব আমিরাত

গাজ্জায় চলমান ইসরাইলি গণহত্যার মধ্যেই, নতুন বছর উদযাপনের জন্য বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রশাসন বলছে, এমন উদ্যোগের মাধ্যমে গিনেস রেকর্ড ভাঙার লক্ষ্যে এগিয়ে যাবে উপসাগরীয় রাজ্যটি।

আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ ফেস্টিভ্যালের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে দেশটি।

দেশটির ভ্রমণ ও প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় বলছে, এই অনুষ্ঠানে ৬,০০০ ড্রোনের ২০ মিনিট স্থায়ী অভিনব আলোক প্রদর্শনী এবং ৩,০০০ ড্রোনের মাধ্যমে একটি বিশেষ প্রদর্শনী থাকবে। এছাড়াও ডিজে গানের পাশাপাশি সুরেলা মিউজিক শো’র ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৪০ মিনিটের আতশবাজির শো’তে তিনটি গিনেস রেকর্ড ভাঙার পর, এবার ৫০ মিনিটের শো আয়োজনের মাধ্যমে নতুন রেকর্ড করার লক্ষ্য স্থির করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: আল ইত্তেহাদ পত্রিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img