মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত ও এলাকার উন্নয়ন : লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তার জীবনের দ্বিতীয় পর্বে মূল লক্ষ্য আখেরাত, এলাকার উন্নয়ন ও পরিবারকে ঘিরে। একই সঙ্গে তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কারচুপিমুক্ত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, “দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত, এলাকার উন্নয়ন ও আমার পরিবার।”

মনোনয়ন দাখিলের সুযোগ পাওয়া ও বেঁচে থাকার বিষয়টি আল্লাহর রহমত উল্লেখ করে তিনি বলেন, “আজকে এ অবস্থায় মনোনয়ন দাখিল করতে পারব, বাঁচতে পারব, সেটা কিন্তু আমি ভাবিনি। মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন, সামনে নির্বাচন যেন সুষ্ঠু, শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়, কোনো কারচুপি ছাড়া যেন হয়। আপনারা সাংবাদিকরা এ বিষয়টি পর্যবেক্ষণ করবেন।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামীর দেশকে গড়ার জন্য ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বিশ্বাস করে তারেক রহমানের একটি প্ল্যান আছে, আপনারা নিশ্চয়ই জানেন। সে প্ল্যানকে বাস্তবায়ন করতে সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো।”

নিজের রাজনৈতিক জীবনের বর্তমান পর্যায়কে ‘দ্বিতীয় জীবন’ আখ্যা দিয়ে বাবর বলেন, “নির্বাচিত হওয়ার পর আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আগের থেকে অনেক বেশি জনগণের জন্য কাজ করার চেষ্টা করব। কারণ এটা আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত। দ্বিতীয় এলাকার উন্নয়ন এবং তৃতীয়ত আমার পরিবার। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য কতটুকু করতে পারব।”

জোট ও শরীক দলগুলোর প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তাদের যদি জনমত বেশি থাকে তারা ক্ষমতায় আসবেন। আর যদি বিএনপির জনমত বেশি থাকে, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আমি অবশ্যই তাদের জোটকে সাধুবাদ জানাই।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ