বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসা বোর্ড সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকলেও পরিস্থিতি এখনো খুবই সংকটপূর্ণ, সময়ই বলে দেবে তিনি কতটুকু ওই সংকট কাটিয়ে উঠতে পারবেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “আমি গত পরশুদিনও বলেছিলাম, উনি তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন এবং সময় বলে দেবে তিনি কতটুকু সেই সংকট কাটিয়ে উঠতে পারবেন।”
সোমবার (২৯ ডিসেম্বর) রাত দুইটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে দেখতে রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ছোট ভাইসহ সব আত্মীয় স্বজন এসেছেন। তাদের অনেকেই এখনো হাসপাতালে অবস্থান করছেন।
তিনি আরও জানান, সর্বোপরি বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের দেশি বিদেশি সব চিকিৎসক রাত তিনটা পর্যন্ত তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন। মেডিকেল বোর্ডের যেসব চিকিৎসক বাংলাদেশে আছেন তারা সবাই হাসপাতালে উপস্থিত ছিলেন, আর যারা বিদেশে আছেন তারা অনলাইনে যুক্ত থেকে চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও পরামর্শ দিচ্ছেন।
খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, “এই অবস্থায় আমরা শুধু এটুকুই বলতে পারি, উনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।”











