মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

মাওলানা জুনাইদ আল হাবিবের বিরুদ্ধে প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানা

জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিবের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একইসঙ্গে আরও আটজন নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের একজন ছিলেন রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন এবং মনোনয়নপত্রও জমা দেন।

স্থানীয়ভাবে প্রচার চালানোর মধ্যেই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে থাকার ঘোষণা দেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমকে রুমিন ফারহানা জানান, দল ব্যবস্থা নিলেও তিনি স্বতন্ত্রভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃতদের তালিকায় রুমিন ফারহানার পাশাপাশি সাইফুল আলম নীরব, হাসান মামুনসহ মোট নয়জন নেতার নাম উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ