মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিতাড়িত করার আদেশ ট্রাম্পের

ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশছাড়া করার একটি নির্বাহী আদেশে সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছর গাজ্জার গণহত্যার পর, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরাইল বিরোধী আন্দোলন তীব্র হয়। অনেক শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই আন্দোলনকারীরা সহিংস কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বলেছেন, হামাস সমর্থকদের ভিসা বাতিল করা হবে।

এদিকে আইন বিশেষজ্ঞরা বলেছেন, রাজনৈতিক মতামতের ভিত্তিতে কাউকে দেশছাড়া করা সংবিধানিকভাবে ভুল হতে পারে। মুসলিম অধিকার বিষয়ক সংগঠনও এই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তথ্য সূত্র: রয়টার্স।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img