সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছে। শেষ ৪৮ ঘণ্টায় সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইইউ একটি রোডম্যাপ তৈরি করেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সিরিয়া বিপ্লবের প্রধান নেতা আবু মুহাম্মাদ আল-জুলানি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরই বিষয়টি সামনে এলো।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির সংবিধান স্থগিত করার পর জুলানিকে একটি অস্থায়ী আইনসভা পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনসভা পরিষদ নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে।

নতুন সরকারের সামরিক অপারেশন সেক্টরের মুখপাত্র হাসান আবদুল গনি এ ঘোষণা দেন। তিনি জানান, দেশটির সব সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img