শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

গাজ্জায় চলমান গণহত্যা প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ নিচ্ছে: এরদোগান

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

রবিবার (৩০ মার্চ) তুরস্কে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর।

এ উপলক্ষে এক টুইটার বার্তায় এরদোগান বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আশা করি, পবিত্র ঈদুল ফিতর আমাদের দেশ, জাতি, ইসলামি বিশ্ব এবং সমগ্র মানবজাতির জন্য শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও ভ্রাতৃত্ব বয়ে আনবে।”

তিনি আরো বলেন, “আরেকটি রমজান ও ঈদুল ফিতর সুস্থতা ও মঙ্গলসহকারে আমাদের উপহার দেওয়ার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

বিবৃতিতে, গাজ্জাবাসীর কথাও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, “দুঃখজনকভাবে, আমাদের হৃদয়ের বিভিন্ন কোণে চলমান নির্যাতন, গণহত্যা ও যন্ত্রণার কারণে আমরা আবারও এক মিশ্র অনুভূতির রমজান মাস অতিবাহিত করেছি। বিশেষ করে গাজায় চলমান গণহত্যা প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ নিচ্ছে, যা যেকোনো বিবেকবান, নৈতিকতাসম্পন্ন ও সুস্থবুদ্ধির মানুষের হৃদয়কে কাঁদিয়ে তুলবে। তুরস্ক হিসেবে, আমরা এই নির্মমতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান প্রকাশ করছি এবং আমাদের সহায়তার মাধ্যমে আমাদের ভাইদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি।”

উল্লেখ্য, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মোট ৯ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তুরস্কে।

সূত্র: তুর্কি টুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img