কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কুড়মিপাড়া ভাদ্রিখোলা নামক স্থান থেকে রাশিদা খাতুন (৪০) নামে এক বিধবা বাংলাদেশির পাওয়া গেছে।
রবিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খণ্ডের এক ধানখোলার পাশে এ লাশটি পাওয়া যায়।
মৃত রাশিদা খাতুন দৌলতপুর উপজেলার গুড়ারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের মেয়ে।
জানা যায়, দৌলতপুরের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খণ্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে রাশিদার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এ ব্যাপারে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হয়েছে। তারা লাশ ফেরত দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।