শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়ায় মার্কিন দূতাবাসে একযুগ পর উত্তোলিত হলো আমেরিকার পতাকা

সিরিয়ায় মার্কিন দূতাবাসে এক যুগ পর উত্তোলিত হলো আমেরিকার পতাকা।

বৃহস্পতিবার (২৯ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ২০১২ সালের পর প্রথমবারের মতো দামেশকে মার্কিন দূতাবাসে আমেরিকার পতাকা উত্তোলন করা হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত থমাস ব্যারাক আজ সকালে দামেশক দূতাবাসে পতাকা উত্তোলন করেন।

সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট আহমদ শর’আ আল জুলানীকে সন্ত্রাসী তালিকা বাদ দেওয়ার পর দু’দেশের সম্পর্কের অগ্রগতি হয়। সৌদি সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জুলানীর পাশাপাশি সিরিয়া থেকেও নিষেধাজ্ঞা তুলে নেন। তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে এর কৃতিত্ব দেন। তার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ২৩ মে সিরিয়ায় আমেরিকার নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হোন থমাস ব্যারাক। এর আগে তিনি তুরস্কে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ