দীর্ঘ ২০ বছর শেষে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। শুধু তাই নয়, নারীদের কাজ করতে বাধা না দেওয়ায় তালেবানের প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েতের পোস্ট করা একটি ভিডিও ক্লিপে তালেবানকে তিনি এভাবেই সমর্থন করেন।
সাবেক এই ক্রিকেটার মনে করেন, ক্রিকেট নিয়ে উৎসাহী তালেবান। তিনি বলেন, আমার মনে হয়, তারা ক্রিকেটকেও খুব পছন্দ করে।
শহীদ আফ্রিদি বলেন, তালেবান ইতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে। এর আগে তারা এ রকম ছিল না। নারীদের কাজ করতেও বাধা দিচ্ছে না তালেবান।