নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ-এর সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে নাগরিক তদন্ত কমিটি। এছাড়া অগ্নি নিরাপত্তা নিশ্চিতে অবহেলার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে এ কমিটি।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় এক প্রতিবেদনে এ তথ্য জানায় নাগরিক তদন্ত কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মালিকের উদাসীনতা, অবহেলা ও লোভের কারণে বিধ্বংসী এ ঘটনা ঘটেছে। এ কারণে একে আমরা দুর্ঘটনা না বলে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছি। ভবনটিতে জরুরি অগ্নি-নির্গমন সিঁড়ি ছিল না, তারপরও সেখানে প্রশাসনের চোখের সামনে কাজ চলেছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ-এর সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ জন শ্রমিক নিহত হয়। আহত হয়েছে আরও অর্ধশতাধিক শ্রমিক।