ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে শর্তারোপ করায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য (মজলিসে এদারী) মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত প্রস্তাবটি নতুন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার পথ চরমভাবে সংকুচিত করবে। এতে ইসলামের নীতি-আদর্শের প্রচার-প্রসারে আলেম সমাজ বাধাগ্রস্ত হবে। ফলে ইসলামের সঠিক শিক্ষার অভাবে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি প্রজন্ম তৈরী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যা দেশের জন্য সুখকর নয়।
প্রস্তাবটি বাতিলের দাবী জানিয়ে মাওলানা ইয়াহইয়া বলেন, যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সরকারি অনুমোদনের শর্তারোপ করা ধর্মকে সংকুচিত করারই নামান্তর। এই ক্ষমতা মহান আল্লাহ কাউকে প্রদান করেননি। তাই এরূপভাবে যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সরকারী অনুমোদন নেওয়ার প্রাস্তাবটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।