বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

জনবিচ্ছিন্ন বামরা ডাকসু বানচাল করতে চায়: এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেছেন, জনবিচ্ছিন্ন বামরা ডাকসু বানচালের ষড়যন্ত্র করছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আদালতে দায়ের করা এক রিট নিয়ে এ কথা বলেন তিনি।

ফরহাদ বলেন, আগে আমাদের নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে। এখন অন্তত আদালতে যাওয়া হচ্ছে। তবে প্রশ্ন হলো, এ রিট আরও আগে কেন করা হলো না? নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে কেন দায়ের করা হলো? এটি আসলে নির্বাচন বানচালের অংশ কিনা তা নিয়ে শিক্ষার্থীরা শঙ্কিত।

তিনি বলেন, যিনি রিট দায়ের করেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে এটি আদালতের বিবেচনাধীন বিষয়। মীমাংসা আদালতেই হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এটিকে কেন্দ্র করে নির্বাচন বানচালের চেষ্টা হলে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।

ফরহাদ বাম সংগঠনগুলোর উদ্দেশে বলেন, জনবিচ্ছিন্ন বামরা মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করছে। দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা মুক্তিযুদ্ধের ঠিকানার নয়। মুক্তিযুদ্ধ ও মানচিত্র সবার, কোনো নির্দিষ্ট পক্ষকে মুক্তিযুদ্ধের ঠিকাদারির দায়িত্ব দেয়া হয়নি।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img