বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হলেন আরও তিন লাখ ৩১ হাজারের বেশি মানুষ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৩১ হাজার ২৯৯ জন। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ৮৭ হাজার ১১১ জন। আর আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ছয় হাজার ৯৩ জন।

রোববার (৩০ অক্টোবর) পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জনে। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬১৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৬৬ হাজার ১১৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৯২ হাজার ২৬৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৭২ হাজার ৬৭৭ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ৫৮ হাজার ২১৯ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ