ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রদূত ইলহাম মুহাম্মাদ।
সোমবার (৩০ ডিসেম্বর) আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি জানিয়েছেন কাবুলে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ইলহাম মুহাম্মাদ।
অনুষ্ঠিত বৈঠকে ইলহাম মুহাম্মাদ বলেন, কাবুলের সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ রয়েছে বাকুর এর। আফগান সরকারের সাথে একত্রে অর্থনৈতিক ও সামগ্রিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রস্তুত আজারবাইজান।
বৈঠকে আফগানিস্তান ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরেন আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মাদ আব্বাস স্তানিকজাই। সেইসঙ্গে সাম্প্রতিক সময়ে আজারবাইজানের একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভৌগলিক দিক থেকে ইউরোপ ও এশিয়ার সাথে সংযুক্ত দেশ আজারবাইজান। তেল ও গ্যাস ছাড়াও প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি। এছাড়া ব্যবসা ও বাণিজ্যের জন্য দেশটির রাজধানী বাকু বেশ পরিচিত।
সূত্র: হুরিয়াত রেডিও









