Home Blog Page 4563

৩ মে | গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬৫ জনের করোনা শনাক্ত

0

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন মানুষ।

এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গার্মেন্ট মালিকরা প্রতিশ্রুতি রক্ষা করুন: ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার তৈরি পোশাক খাত সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। রফতানি আদেশ রক্ষা করতে প্রধানমন্ত্রী নিজে আমদানিকারক দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রণোদনা দেয়া হয়েছে। গার্মেন্ট কারখানা খোলার অনুমতি দেয়া হয়েছে। গার্মেন্ট মালিকরা যেসব প্রতিশ্রুতি দিয়ে কারখানা চালুর আবেদন করেছিলেন, সেগুলো রক্ষা করুন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনা সঙ্কট মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। তার ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। করোনাযুদ্ধে জয় আমাদের হবেই।

কাদের বলেন, কারখানাগুলো চালুর আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো প্রকার শ্রমিক ছাঁটাই বা লে-অফ করা হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই ফ্যাক্টরি পরিচালনা করবে। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে। প্রকৃতপক্ষে আমরা দেখছি প্রতিদিন দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছেন। তারা বলছেন, তাদেরকে অফিস থেকে ডাকা হয়েছে। শুক্রবার গাজীপুরে একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিল না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পোশাক শিল্পের মালিকরাও উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিক কর্মী ভাইবোনদের পাশে থাকুন। প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি যারা লে-অফ ঘোষণা করছে তাদের বিরত রাখুন।

তিনি বলেন, জেলা প্রশাসন ও উপজেলার মাধ্যমে যে ত্রাণ কার্যক্রম চলছে, তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিককে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আশা করি জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

করোনার লক্ষণ দেখা দিলেও অনেকে টেস্ট না করিয়ে তা গোপন রাখছেন বলে অভিযোগ করে কাদের বলেন, এতে তারা বিপদ ডেকে আনছেন। লক্ষণ

দেখা দিলে হেলপলাইন বা হটলাইনে যোগাযোগের যেন ভুল না হয়। সবাইকে লক্ষ রাখতে অনুরোধ করছি।

করোনা মোকাবেলায় অগ্রসৈনিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ফ্রন্টলাইনের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের একজন সাব ইন্সপেক্টরসহ চারজন ইতিমধ্যে করোনায় মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আক্রান্তদের আরোগ্য কামনা করছি। ইতিমধ্যে চিকিৎসক-নার্স টেকনিশিয়ান ফিজিশিয়ান স্বাস্থ্যকর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং চিকিৎসা কাজ অব্যাহত রেখেছেন সেজন্য তাদের জানাই আন্তরিক অভিনন্দন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনাযুদ্ধে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, একজন সাংবাদিক এবং একজন ব্যাংকারকে হারানোর কথা উল্লেখ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, দেশ ও জাতির এই সঙ্কটকালে যারা নিবেদিত প্রাণ নিশ্চয়ই জাতি তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন। আমি মনে করি, সুযোগ বড় কথা নয়। তাদের মনোবল এবং সেবার মানসিকতা আমাদের জন্য অসীম আঁধারে সাহসের আলোক শিখা।

ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: জনপ্রশাসন সচিব

0

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন, ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (০২ শনিবার) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ত্রাণ নিয়ে ‘নয়-ছয়’ চলবে না। প্রশাসন সজাগ আছে। ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেখ ইউসুফ হারুন আরও বলেন, সাতক্ষীরা জেলার জনসংখ্যা অনুসারে ত্রাণের বরাদ্দ কম এসেছে। কিভাবে ত্রাণের অভাব কমানো যায় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করা হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের জন্য সুষ্ঠ তালিকা করা হচ্ছে। জনসংখ্যা ও দারিদ্রতা সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে।

এক প্রশ্নের জবাবে দেশের সংকটময় করোনা পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী শনাক্তের জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হবে। এই মূহুর্তে সরকারের কাছে যন্ত্রপাতি কম রয়েছে। সে কারণে ক্রমন্বয়ে স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থল বন্দর,নদী বন্দর ও সমুদ্র বন্দর লক ডাউনের আওতামুক্ত। জাতীয় পর্যায়ে লকডাউন প্রত্যাহার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড.মুহাম্মাদ আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

পশ্চিম তীরকে সংযুক্ত করার ষড়যন্ত্র; নিন্দা জানাল আরব লীগ

0

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার জন্য তেল আবিব যে পরিকল্পনা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি বলেছে, ইসরাইলের এ ধরনের পদক্ষেপকে আরব লীগ ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে ২২ জাতির এ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা এ বক্তব্য দেন।

তারা বলেন, ১৯৬৭ সালে দখল করা জর্দান উপত্যকাসহ ফিলিস্তিনের যেকোনো অংশকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে নতুন যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে। ইহুদিবাদী ইসরাইলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে এবং আন্তর্জাতিক প্রস্তাবনা মেনে চলতে আমেরিকার প্রতিও আহ্বান জানান আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

আরব লীগ সুস্পষ্ট করে বলেছে, যদি পশ্চিম তীরকে ইসরাইলির সঙ্গে সংযুক্ত করে নেওয়া হয়, তাহলে একটি স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিকভাবে যুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। এই পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাও তিরোহিত হবে।

সূত্র: পার্সটুডে

৮ মে থেকে চালু হচ্ছে ফ্লাইট!

0

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধের প্রায় দেড় মাস পর শুধু অভ্যন্তরীণ রুটের ফ্লাইট কিছুটা শিথিল করা হচ্ছে।

আগামী ৮ মে থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া আরও তিনটি বেসরকারি বিমান সংস্থা। এগুলো হল ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, অভ্যন্তরীণ রুটে ৮ মে থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। কম সংখ্যক ফ্লাইট চলবে। এছাড়া প্রতিটি ফ্লাইটে ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী বহন করা যাবে।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে।

গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। পরে আন্তর্জাতিক সব বিমান চলাচল বন্ধের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩০

0

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

শুক্রবার (০১ মে) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে ১১৫ জনের পজিটিভ আসে।

এরমধ্যে ঢাকায় ৯৯ জনের এবং ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে আরো ১৬ জনের করোনা পজিটিভ আসে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, এদিন পিসিআর ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেটে ৮ জন, হবিগঞ্জে ৭ জন এবং সুনামগঞ্জে ১ জন।

এর আগে একই দিনে ঢাকায় আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো নমুনায় বিভাগের আরো ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে রাতে আরো ৩৩ জনের মিলিয়ে ঢাকা থেকে ৯৯ জনের করোনা পজিটিভ আসে।

আক্রান্ত ৯৯ জনের মধ্যে ২১ জনের মধ্যে হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারের ৫ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন।

স্কেচ দেখে ঢাকায় ধর্ষক গ্রেফতার

0

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় মুখে মাস্ক পরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে এক তরুণ।

ওই শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক।

থানায় মামলা হওয়ার পর ধর্ষককে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। তবে সিসি ক্যামেরায় ধর্ষককে শনাক্ত করতে পারলেও মুখে মাস্ক পরা থাকায় তার পরিচয় নিশ্চিত করতে হিমশিম খেতে হয় পুলিশকে।

এরপর সিসিটিভির ফুটেজে মাস্ক পরা ছবিটি দেখে শিল্পী দিয়ে আঁকানো হয় ওই তরুণের অবয়ব।

এরই ধারাবাহিকতায় ওই তরুণকে শুক্রবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার ধর্ষকের নাম টুটুল (২০)।

টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীর মুরাদপুরে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।

গ্রেফাতরকৃত টুটুল শিশুটিকে ধর্ষণের কথা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

করোনায় আক্রান্ত ইত্তেফাকের সাংবাদিক

0

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় মুখে মাস্ক পরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে এক তরুণ।

ওই শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক।

থানায় মামলা হওয়ার পর ধর্ষককে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। তবে সিসি ক্যামেরায় ধর্ষককে শনাক্ত করতে পারলেও মুখে মাস্ক পরা থাকায় তার পরিচয় নিশ্চিত করতে হিমশিম খেতে হয় পুলিশকে।

এরপর সিসিটিভির ফুটেজে মাস্ক পরা ছবিটি দেখে শিল্পী দিয়ে আঁকানো হয় ওই তরুণের অবয়ব।

এরই ধারাবাহিকতায় ওই তরুণকে শুক্রবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার ধর্ষকের নাম টুটুল (২০)।

টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীর মুরাদপুরে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।

গ্রেফাতরকৃত টুটুল শিশুটিকে ধর্ষণের কথা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে করোনায় আক্রান্ত রোগী চার হাজার ছাড়িয়েছে

0

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৭৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৫৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আট হাজার ৭৯০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় চার হাজার ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা মোট আক্রান্তের ৫৬.০২ ভাগ। এ ছাড়া রাজধানী ঢাকায় এই পর্যন্ত ৯৫ জন মৃত্যুবরণ করছে।

শনিবার (০২ মে) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য থেকে জানা যায়, রাজধানী ঢাকার রাজারবাগে ১৬৫ জন, কাকরাইলে ১৫০ জন, যাত্রাবাড়ীতে ১০১ জন, মোহাম্মদপুরে ৮১ জন, মুগদায় ৮০ জন, মহাখালীতে ৭১ জন, মালিবাগে ৬২ জন, উত্তরায় ৬৩ জন, বংশালে ৫৮ জন, তেজগাঁওতে ৫৫ জন, মগবাজারে ৪৩ জন ও বাড্ডায় ৪১ জন সর্বোচ্চ শনাক্ত হয়েছে।

এদিকে আজ অনলাইন বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা আরো বলেন, গতকাল নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ১৯৩টি, যা গতকালের থেকে ৩ দশমিক ৯ ভাগ বেশি। এ ছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি, যা গতকালের থেকে ৪ দশমিক ৯ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই ঢাকার অধিবাসী। এর মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প

0

গ্রিসের ক্রিট নামক এক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় শনিবার (০২ মে) ১টার দিকে রিখটার স্কেলে ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ১৭ কিলোমিটার ভূগর্ভে। শক্তিশালী এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ১০ কিলোমিটার ভূগর্ভে। এটি রিখটার স্কেলে ছয় মাত্রার শক্তিশালী