শুক্রবার, মে ৯, ২০২৫

সম্মিলিতভাবে ইসলামোফোবিয়ার বিরোধিতা করতে হবে: ইমরান খান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলিকে বিশ্বব্যাপী ইসলামফোবিয়া ও নব্য-নাৎসিবাদের ক্রমবর্ধমান তরঙ্গের সম্মিলিতভাবে বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) এসসিওর ২০ তম সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমাদের অবশ্যই নব্য নাৎসিবাদ ও ইসলামফোবিয়ার দ্বারা অনুপ্রাণিত বর্ণবাদী মতাদর্শ সহ সকল উগ্রবাদী এবং জেনোফোবিক মতাদর্শের বিরোধিতা করতে হবে এবং আন্তঃবাদ ও আন্তঃসংস্কৃতিক সেতু নির্মাণে মনোনিবেশ করার আহ্বান জানাতে হবে।

ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক ইসলামবিরোধী মন্তব্য এবং তার দেশে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপত্তিকর কার্টুনের প্রদর্শনের কথা উল্লেখ করে খান বলেন, বিশেষভাবে ধর্মীয় ভিত্তিতে বিদ্বেষপূর্ণ উস্কানি এবং ঘৃণা প্ররোচিত করা সর্বজনীনভাবে বেআইনী হওয়া উচিত।

তিনি আরো বলেন, আমাদের অবশ্যই সকল ধর্ম ও বিশ্বাসের পারস্পরিক শ্রদ্ধার জন্য এবং আমাদের নিজস্ব অঞ্চল এবং এর বাইরেও ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতি গড়ে তোলার জন্য আহ্বান জানাতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img