ভারতের ছোড়া একটি সুপারসনিক মিসাইল পাকিস্তানের পাঞ্জাবে আঘাত করেছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর- আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার এ ঘটনায় প্রতিবাদ জানান এবং ভারতের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেন।
তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী একটি ভারতীয় স্থাপনায় তার উৎক্ষেপণ থেকে ক্ষেপণাস্ত্রটি ট্র্যাক করেছিল এবং পাকিস্তানের আকাশসীমার মধ্যে সেটি তিন মিনিটেরও বেশি সময় ধরে উড়েছিল। যেখানে মিসাইল আঘাত করেছে সেখানে কোনো স্পর্শকাতর সামরিক স্থাপনা নেই। ওই মিসাইলের অবশিষ্টাংশ এখনো পরীক্ষা করছে সেনাবাহিনী।











