মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৯ হাজার ১১২ জনে।
সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জন।
এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৬৭টি। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনের।
পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।