শনিবার, মে ১০, ২০২৫

মুসলিমদের হত্যার পরিকল্পনা: জার্মানিতে ১২ খ্রিষ্টান সন্ত্রাসী গ্রেফতার

spot_imgspot_img

মুসলিমদের হত্যার পরিকল্পনাকারী ১২ খ্রিষ্টান সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জার্মানির পুলিশ।

জার্মানির ডয়েচে ভেলে জানিয়েছে, রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও মুসলিম শরণার্থীদের হত্যার মিশন নিয়ে সন্ত্রাসী দল গঠন করা ওই ১২ উগ্রপন্থীর বিরুদ্ধে আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চলতি মাসের ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করা হলেও গত বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

গ্যেফতারকৃতরা সবাই শ্বেতাঙ্গ ও জার্মান নাগরিক। এই সন্ত্রাসী গ্রুপের দুই নেতা ওয়ারনার ও টনি বেশ কয়েকটি গোপন বৈঠকও করে হামলার বিষয়ে।

জার্মানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কট্টরপন্থী এসব উগ্রবাদীকে গ্রেফতার করে পুলিশ। তবে এতদিন সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি।

মুসলিমদের হত্যা করে জার্মানিতে তাদের একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img