বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য সারাদেশ; শনাক্ত ৩৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবরেটরিতে ছয় হাজার ৬৯৬টি নমুনা সংগ্রহ ও ছয় হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৯ লাখ ১২ হাজার ৩৬৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মৃত ২৯ হাজার ১২৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন। শনাক্তের বিপরীতে মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img