টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে পল্টন, ফকিরাপুল, শান্তিনগর ও টিকাটুলিসহ রাজধানীর বিভিন্ন স্থানে মুশল ধারে বৃষ্টিপাত হয়।
সকাল সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১২টা নাগাদ নামে বৃষ্টি।
তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। ব্যাপক ভোগান্তিতে পড়েছেন মোটর সাইকেল চালকরা।









