নোয়াখালীতে হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধ ও তাদের প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বন্ধের দাবিতে লিফলেট বিতরণ করেছে নোয়াখালী সচেতন ছাত্র সমাজ।
বুধবার (৫ নভেম্বর) বিকালে নোয়াখালী চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার যুগ্ম মহাসচিব মুফতী ইউসুফ আল মাদানী।
তিনি বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হেযবুত তওহীদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের পত্রিকা প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বন্ধ করতে হবে।
তিনি তার বক্তব্যে হেযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।
লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আবুল খায়ের, মুহাম্মাদ আবু হোরায়রা মিয়াজী, মুহাম্মদ মাহবুব আলম, হাফেজ নুরুল আলম, মুহাম্মাদ আরাফাত, মুহাম্মাদ ইয়াসিন আরাফাত ও মুহাম্মাদ আবদুল কাদির প্রমুখ।









