রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল

আগামীকাল ২৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা থেকে বরিশালের চরমোনাই ময়দানে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। ৩০ নভেম্বর সকালের বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী এ বছরের বার্ষিক মাহফিল।

বাদ জুমা চরমোনাই পীর -এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ইসলামপ্রিয় জনতার জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান।

চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষে।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব চরমোনাই পীর মুফতী রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img