বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত; নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি বইছে ঝড়ো হাওয়া।

জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় থাকায় প্লাবিত হয়েছে উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল। কোথাও কোথাও পানি উঠেছে শহরতলীতেও। ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ।

ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে বৃষ্টিপাত আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img