গত বছর সৌদি আরবের বন্ধ হয়ে যাওয়া তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্কুল গুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি সরকার। তুর্কিয়ের কূটনৈতিদের সূত্রে এখবর জানিয়েছে আনাদোলো নিউজ এজেন্সি।
গত ২ সেপ্টেম্বর থেকে তুর্কিয়ের বন্ধ স্কুল খুলে দেওয়ার কাজ শুরু করেছে সৌদি সরকার। এরি মধ্যে জেদ্দা,দাম্মাম ও তাবুক শহরের প্রাথমিক বিদ্যালয় গুলো চালু করা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেদ্দা শহরের তুরস্কের কনস্যুলেট থেকে এরেন ইলদিজ।
তিনি বলেন, “আমরা রিয়াদ, আভা, মক্কা, মদিনা এবং তায়েফে স্কুলগুলো পুনরায় চালু করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।
২০২০-২০২১ শিক্ষা বছরে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্কুলগুলো বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।
সূত্র : মিডল ইস্ট মনিটর