মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ইলেকট্রনিক মাস্ক তৈরি করেছেন তুরস্কের দুই চিকিৎসক

spot_imgspot_img

কোভিড ১৯ সংক্রমণ ঠেকাতে এবার ইলেকট্রনিক মাস্ক তৈরি করেছেন তুরস্কের দুইজন চিকিৎসক।

তাদের দাবি, বিভিন্ন রোগ-জীবাণুর পাশাপাশি এর মাধ্যমে করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করা যাবে। খবড় আনাদোলু এজেন্সির।

ইলেকট্রনিক এই মাস্কে জীবাণু মারতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে। এটি পরা থাকলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না।

সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের দুইজন ডাক্তার তাদের চলমান প্রজেক্টের অংশ হিসেবে এই মাস্ক তৈরি করেছেন।

তাদের একজন ডাক্তার তারিক ইলমাজ মাস্কের বিষয়ে বলেন, মাস্কের মধ্যে আমরা একটা ফিল্টার তৈরি করেছি যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে জীবাণু ও ভাইরাস ধ্বংস করে পরিস্কার থাকবে। ফিল্টারে কোনো ভাইরাস ধরা পড়লে সেটাকে ধ্বংস করবে। ইতিমধ্যে আমরা এটার মেধাস্বত্ত্ব পাওয়ার জন্য আবেদনও করেছি। তা পেয়ে গেলেই আমরা এটা উন্মুক্ত করবো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img