বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

হিজাব সংক্রান্ত সংবিধান সংশোধনের প্রস্তাব তুলেছে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি

সংসদে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ‘হিজাব’ ব্যবহারের বিষয়ে একটি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব পেশ করেছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)।

গত শুক্রবার (৯ ডিসেম্বর) একেপি পার্টির পার্লামেন্টের গ্রুপ লিডার ওজলেম জেনগিন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ওজলেম জেনগিন বলেন, ৩৩৬ জন আইনপ্রণেতার স্বাক্ষরসহ এই প্রস্তাবটি সংসদে পেশ করা হয়েছে।

তিনি বলেন, “সংশোধনীটি নারীদের মাথা ঢেকে রাখা অথবা উন্মুক্ত রাখার ব্যাপারে স্বাধীনতা নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, “নারীরা তাদের পোশাক নিজেরাই নির্ধারণ করবে।”

সংবিধান সংশোধনের জন্য ৬০০ জন সংসদ সদস্যের মধ্যে কমপক্ষে ৪০০ ভোটের প্রয়োজন। জেনগিন বলেন, আমরা আশা করি ৪০০ ভোট ছাড়িয়ে যাবে”

এরদোগান বরাবরই দাবি করেন, তার দলই তুরস্কের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতিনিধিত্ব করে। তিনি প্রায়ই স্মরণ করিয়ে দেন কীভাবে তার দল ২০০২ সালে ক্ষমতায় আসার পর হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। তার আগে তুরস্কে ক্ষমতাসীন ধর্মনিরপেক্ষ দলগুলো দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করেছিল।

সূত্র: ডেইলি সাবাহ ও ডেইলি নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ