বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তুরস্ক কখনোই আপোস করবে না : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন,সন্ত্রাসী হামলার বিষয়ে আঙ্কারা কখনই আপস করবে না।

মঙ্গলবার আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

এরদোগান বলেন, “উত্তর সিরিয়া থেকে শুরু হওয়া সন্ত্রাসী হামলার বিষয়ে তুরস্কের পক্ষে কখনোই চুপ থাকা সম্ভব নয়।”

তিনি বলেন, আমরা পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে উত্তর সিরিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়ার সমর্থন চেয়েছিলাম।

তিনি আরো বলেন, আঙ্কারা সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য পূর্ব ঘোষণা ছাড়াই পদক্ষেপ নেবে।

সম্প্রতি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-এর বিরুদ্ধে ক্ল-সোর্ড নামে অভিযান শুরু করেছে তুরস্ক। গত ২০ নভেম্বর বিমান অভিযান শুরু হওয়ার পর, এরদোগান সন্ত্রাসীদের মূল উৎপাটন করার জন্য স্থল অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য, ৩৫ বছরেরও বেশি সময় ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। মহিলা ও শিশু সহ ৪০ হাজার এর ও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় এ সন্ত্রাসী সংগঠনটিকে। ওয়াইপিজি হল সন্ত্রাসী গোষ্ঠীটির সিরিয়া শাখা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ