বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

দায়েসের সাথে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে তুরস্ক

দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।

গত বুধবার (১৪ ডিসেম্বর) তুরস্কের মেরসিন প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তুরস্কের নিরাপত্তা সূত্র জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা সন্ত্রাসী গোষ্ঠী দায়েসকে আর্থিকভাবে সহায়তা প্রদান করছিল। এছাড়া তারা সংঘাতপূর্ণ অঞ্চলেও সক্রিয় ছিল।

তুরস্ক ২০১৩ সালে দায়েসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। দায়েস তুরস্কে একাধিকবার সন্ত্রাসী হামলা চালিয়েছে। যার যার মধ্যে ১০টি আত্মঘাতী বোমা হামলা, পরিকল্পিত ৭ টি বোমা হামলা ও ৪ টি সশস্ত্র হামলা রয়েছে। এসব হামলায় ৩০০ জনেরও বেশি লোক নিহত ও শতাধিক নিরীহ মানুষ আহত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ