সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

শিক্ষার্থীদের পরীক্ষার হলে আবায়া নিষিদ্ধ করল সৌদি

শিক্ষার্থীদের পরীক্ষার হলে আবায়া পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি শিক্ষা ও প্রশিক্ষণ মূল্যায়ন কমিশন ()

গত শুক্রবার (১৬ ডিসেম্বর) টুইটার বার্তায় এ ঘোষণা দেয় ইটিইসি।

বার্তায় বলা হয়েছে, মহিলা শিক্ষার্থীদের পরীক্ষার হলের অভ্যন্তরে শালীনতা মেনে স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে। তবে আবায়া পরার অনুমতি দেওয়া হবে না।

ইটিইসি সৌদি আরবের একটি সরকারী সংস্থা যা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দেশটির শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার পরিকল্পনা এবং মূল্যায়ন করে থাকে। তারা আইনগত ও আর্থিকভাবে স্বাধীন।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ২০১৮ সালে ঘোষণা করেছিল আবায়া আর আইনত বলবৎ হবে না।

সূত্র: দি ডেইলি ট্রিবিউন নিউজ অফ বাহরাইন, গাল্ফ বিজনেস, গাল্ফ ওয়ার্ল্ড ও ইয়েম নাউ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img