কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি যাত্রী ধারণক্ষমতার নতুন টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব।
বুধবার (২৬ নভেম্বর) গাল্ফ নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর (কেএসআইএ) সম্প্রসারণে বড় পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি। সিদ্ধান্ত নিয়েছে ৪ কোটি যাত্রী ধারণক্ষমতার নতুন টার্মিনাল গড়ে তোলার।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কো মেজিয়া সংবাদমাধ্যমকে জানান, ২০২৬ সাল থেকে এর নির্মাণ কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, নতুন টার্মিনালটি কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের বৃহত্তম বিমান চলাচল কেন্দ্রগুলোর একটিতে রূপান্তরিত করার রিয়াদের উচ্চাভিলাষী কৌশলের অংশ। এই মেগাপ্রকল্পটি কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করবে। রিয়াদকে ব্যবসা, পর্যটন ও সরবরাহের বৈশ্বিক প্রবেশদ্বার হিসাবে প্রতিষ্ঠিত করবে।সরকার চায় এটি বিশ্বব্যাপী ব্যবসা, পর্যটন ও সরবরাহের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা পাক।
বিমানবন্দর সম্প্রসারণ উন্নয়নের ২য় ধাপে নতুন বিমান হ্যাঙ্গার ও বিমান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামোও গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়াও জানান, ২০২৯ সালে কার্যক্রম শুরু করার লক্ষ্যে সম্প্রসারণ উন্নয়নের কাজ এগিয়ে যাবে। যা ভিশন-২০৩০ এর আওতায় সৌদির বিমান চলাচল সম্প্রসারণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে।









