সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সৌদি আরবের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় চীন

সম্প্রতি চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন কিন গ্যাং। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই ঘোষণা দিয়েছেন, যত দ্রুত সম্ভব চীন-উপসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করতে ইচ্ছুক তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি এই পদে নিযুক্ত হওয়া কিন গ্যাং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে একটি ফোন কলে কথা বলেছেন।

এ ফোন কলে প্রিন্স ফয়সাল বলেছেন, সৌদি আর সৌদী- চীন সম্পর্ককে বৈদেশিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে বিবেচনা করে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সৈদি আরব এক চীন নীতিকে পুরোপুরি সমর্থন করে।

এ ফোন কলে কিন গ্যাং চীনের মূলস্বার্থ জড়িত রয়েছে এমন বিষয়গুলিতে সৌদি আরবের ধারাবাহিক সমর্থনের ব্যাপক প্রশংসা করেন। এছাড়াও তিনি অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, বিনিয়োগ, অর্থ ও উচ্চ প্রযুক্তি বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img