রবিবার, মে ১৮, ২০২৫

২০৩০ সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

spot_imgspot_img

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০৩০ সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। অন্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে কম্পিউটার সরবরাহ করা হবে। ছাত্রদের লেখাপড়া, মানসিকতায় স্মার্ট হতে হবে।

তিনি আরও বলেন, ভোট ও ভাতের অধিকার নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। তাই শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা ও রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীসহ আরও অনেকে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img