সোমবার, মে ১৯, ২০২৫

উৎসুক জনতার কারণে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়েছে : ফায়ার সার্ভিসের ডিজি

spot_imgspot_img

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন বলেন, উৎসুক জনতার কারণে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়েছে। উৎসুক জনতা আমাদের অনেক কষ্ট দিয়েছেন। মানুষের কারণে রাস্তায় অনেক ভিড় ছিল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিজি মাইন উদ্দিন বলেন, আমাদের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী মিলে উদ্ধার কাজ পরিচালনা করছি।

ভবনটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি-না প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে আন্দাজে কথা বলা যাবে না। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী বলেন, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে ঢুকেছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img