চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের চলতি হিসাবের ঘাটতি বেড়ে শূন্য দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের চলতি হিসাবের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২ বিলিয়ন ডলারে। যা গত বছরের তুলনায় বেড়েছে ৯০ শতাংশ।
এদিকে এক মাসেরও কম সময়ের মধ্যে কৃত্রিম মূল্য নির্ধারণ পদ্ধতি বাদ দেয়ার পর নগদ অর্থের সংকটে পড়ে দেশটি। এতে মার্কিন ডলারের বিপরীতে এক চতুর্থাংশেরও বেশি মূল্য হারায় পাকিস্তানি রূপি। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বেলআউট থেকে তহবিল সংগ্রহ করার জন্য সরকার প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা বাস্তবায়ন করায় জ্বালানির দাম এক পঞ্চমাংশেরও বেশি বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরে প্রথম সাত মাসে দেশটির ঘাটতি বেড়েছে ৬৭ শতাংশ। এতে করে গত বছরে একই সময়ে যেখানে চলতি হিসাবে ১১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার মজুত ছিল, তা বর্তমানে কমে হয়েছে ৩ দশমিক ৮ বিলিয়িন মার্কিন ডলার।