রবিবার, মে ১৮, ২০২৫

ভাষা আন্দোলনের চেতনাকে বার বার হত্যা করেছে আ. লীগ: মোশাররফ

spot_imgspot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ভাষা আন্দোলনের চেতনাকে বার বার হত্যা করেছে। স্বাধীনতা অর্জন করেছি কিসের জন্য বা কী তার চেতনা ছিল? গণতন্ত্র। আজকে যখন ৫১ বছর পরে আলোচনা করতে দাঁড়াই, তখন সবাই বলি দেশে আজ গণতন্ত্র নেই, কেউ বলবে না গণতন্ত্র আছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, বেশ কিছু দিন আগে আমেরিকায় একটি গণতান্ত্রিক কনভেনশন হয়েছিলে, এখন আরেকটি গণতান্ত্রিক সম্মেলন হচ্ছে। দুইবারই বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। কেননা তারা পরিষ্কার বলেছে, বাংলাদেশে গণতন্ত্র নেই। যারা শাসন করছে তারা হাইব্রিড শোষক। এজন্য কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা এদেশে প্রাণ দেননি, ভাষা শহীদরা প্রাণ দেননি। প্রাণ দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, ভাষা আন্দোলনের চেতনা বলেন আর মুক্তিযুদ্ধের চেতনা বলেন, এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করা হয়েছে। প্রথম হত্যা করা হয়েছে আজকে যারা ক্ষমতায় আছে এই আওয়ামী লীগ যখন স্বাধীনতার পর ক্ষমতায় ছিল। তখন তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে। আজকে আবার এই আওয়ামী লীগ ১৪ বছর গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আজকে মানুষের ভোটের অধিকার নেই। শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ ভোট দিতে পারে না, ভোট আগেই নির্ধারিত হয়ে যায়। আজকে আওয়ামী লীগের সময়ে গণতন্ত্রকে এভাবে হত্যা করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img